ছন্দহীন


ছন্দহীন


জয়দেব মান্না

পাতা কেবল লেখার জন্য

একটি সাদা পাতার, মূল্য অপরিসীম

যে পাতায় ভাবের ভাষায়

লেখা হয় কথার বর্ণনা

তোলা থাকে অক্ষরে অক্ষরে।

ইচ্ছেদেরও ইচ্ছা থাকে, যে কিছু লিখে যাবে-

রেখে যাবে

কেউ কি চায়, হিজিবিজি দাগ কেটে পাতা নষ্ট?

তবুও হয়তো!

ইচ্ছা খুশি লেখা কিন্তু সব সময় হয়ত

লেখা হয়ে উঠে না

অভ্যাস ব্যাতিরেখে লেখা কি যায়, সম্ভব?

লেখাতো আপনিই আসে

গভীর হতে

মুক্তর মতো কত সব ঝরঝরে শব্দ বেরিয়ে আসে।

সব লেখা কিন্তু

ছন্দাত্মক হয় ও না

ইচ্ছে খুশি যে কেউ, অনেক কিছু বলতেই পারে

পাতার পর পাতা লিখছেও হয়তো

দেখা যায় লেখা দাঁড়ালো না।